ওসমানীনগরে ইসলামী সমাজকল্যাণ পরিষদ ওসমানীনগর এর উদ্যোগে এতিমদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ: ২২ মার্চ ২০২৪, ১০:৫৭ অপরাহ্ন | সারাদেশ

শিব্বির আহমদ, (সিলেট): সিলেটের ওসমানীনগরে ইসলামী সমাজকল্যাণ পরিষদ ওসমানীনগর এর উদ্যোগে এতিমদের সম্মানে ইফতার মাহফিল ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২২ মার্চ শুক্রবার বিকালে তাজপুরস্থ হযরত শাহজালাল (রঃ) এতিমখানা প্রাঙ্গণে সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ সৈয়দ নূরুল ইসলাম শাহজাহান এর সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন দি সিলেট ইসলামী সোসাইটির সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী। প্রধান আলোচক হিসেবে আলোচনা রাখেন ইসলামী আলোচক মাওলানা সাদিক সিকান্দার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হযরত শাহজালাল (রঃ) এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি সোহরাব আলী, সংগঠনের সাবেক সভাপতি রেজুয়ানুর রহমান চৌধুরী শাহীন, নলেজ হারবাল কলেজের অধ্যক্ষ কবি নাজমুল আনসারী।
বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল কাইয়ুম, শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনের অর্থ সম্পাদক জাহেদ আহমদ, অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন রবিউল ইসলাম।